
জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কেন্দ্রিয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সার্চ কমিটিতে আওয়ামীলীগের কোন লোক নেই।
তারপরও বিএনপির মানি না, মানব না। ’১৪ সালের নির্বাচনও তারা মানি না, মানব না। পরে তারা গনতন্ত্র উদ্ধারের নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার রাজনীতি শুরু করে। পুলিশ থেকে গাড়ীর ড্রাইভার এমনকি ঘুমন্ত শিশুকেও তারা পুড়িয়ে মেরেছিল। আসলে বিএনপি নির্বাচনেও ব্যর্থ। পেট্রোল বোমায়ও ব্যর্থ। আন্দোলনেও ব্যর্থ। এখন শুধু ডেট দেয়। আন্দোলন হবে। আট বছর ধরে শুনছি আন্দোলন হবে। এখন বেগম জিয়া কি বুঝতে পেরেছেন তার আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসে না।
মহামান্য রাষ্ট্রপতির উপর আমাদের আস্থা আছে। সার্চ কমিটির কাছে আমারা আমাদের প্রস্তাবিত ৫ সদস্যের নাম পাঠিয়েছি। এই কমিটিতে ৩১টি দল তাদের প্রস্তাবিত নাম পাঠাবে। এই নাম থেকে আওয়ামীলীগের দেওয়া ৫ জনকে রাখতে হবে এমন কোন শর্ত দেওয়া হয়নি। মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিবেন সেটিই সরকারী দল হিসেবে আওয়ামীলীগ মেনে নিবে।
বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন, তালুকদার আব্দুল খালেক এমপি, এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু প্রমূখ।
পরে প্রধান অতিথি এদিন বিকালে বাগেরহাট ষ্টেডিয়ামে শহীদ শেখ আবু নাসের ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।