
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
মঠবাড়িয়া থানা পুলিশ আজ সোমবার সন্ধ্যায় উপজেলার মিরুখালী বাজারের নিজ বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ গোলাম মাওলা জাহাঙ্গীর(৬৫) এর লাশ উদ্ধার করেছে। নিহত শিক্ষক জাহাঙ্গীর মিরুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ফখরুল ইসলামের মেঝ ছেলে ও মিরুখালী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কামালের ভাই। । সে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সপ্্রতি অবসর গ্রহন করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।