
কামরুল হাসান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ধর্মগড় খামার বাড়িতে এসে ৩১ জানুয়ারী পৃথক ২ টি পথ সভায় বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। এ সময় নেকমরদ চৌরাস্থা ও বটতলী বাজারে পথ সভায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেন, কার ছেলে কোথায় যায়, কোথায় গুম হয় কেউ জানেনা। বর্তমান সরকারের সময় শুধু মায়ের চোখে পানি দেখা যায়। তাই জাতীয় পার্টি সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়নে হবে কারো চোখে পানি থাকবেনা। আমি এবার সব আসনে প্রার্থী দেবো আপনারা আমার প্রার্থীকে ভোট দেবেন।
তিনি আরও বলেন, এ রাস্তা ঘাট আমার করা তাই আমরা সবাই চলা চল করছি, যত উন্নয়ন হয়েছে জাতীয় পাটি সরকারের সময় হয়েছে। উত্তর বঙ্গের মানুষ উপকারের কথা ভুলে যায় না। এ দেশের মানুষ পরিবর্তন চায়, আমার দল ক্ষমতায় আসলে সকল অন্যায় অত্যাচার থেকে রেহায় পাবে। তাই আপনারা আমাকে ক্ষমতায় আসার সুযোগ দেবেন।
সফর প্রসঙ্গে এরশাদের ব্যক্তিগত সচিব সুনিল সুভ রায় কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আসলে এটা স্যারের ব্যাক্তিগত সফর তাই কেন্দ্রিয় নেতারা আসেননি। যারা এসেছেন তারা সবাই ব্যাক্তিগত কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পাটির প্রেন্সিডিয়াম সদস্য সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ, জেলা সভাপতি নুরুন নাহার বেগম, সম্পাদক স্বপন চৌধুরী, উপজেলা সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতা কর্মিরা।