
মাগুরা প্রতিনিধি– মাগুরা সদর উপজেলার ধলহরা নামকস্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জবান (৪০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। তিনি ১৩ মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত জবানের বাড়ি উপজেলার ধলহরা গ্রামে। তার পিতার নাম সোহবান মিয়া।
সদর থানার ওসি আজমল হুদা জানান, একদল ডাকাত ধলহরা গ্রামের সরিষা ক্ষেতে মিটিং করছে এই খবরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এতে জবান ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও রামদা উদ্ধার করেছে। এসময় তিন পুলিশ আহত হয়েছে বলেও জানান তিনি।