
জিএসকে শান্ত, খুলনা প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘’সেবার থেকে বড় কিছু নাই, চিকিৎসক-নার্সদের প্রথম কাজ হবে মানুষকে সেবা দেয়া। মঙ্গলবার (৩১-জানুয়ারি) সন্ধ্যায় খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান সরকার নার্সদের দ্বিতীয় শ্রেনীর মর্যাদা দিয়েছে। সরকারি প্রচেষ্টায় এখন শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। বাড়ানো হয়েছে সাস্থ্য খাতে বরাদ্দ। খুলনা শিশু হাসপাতালকে সরকারি করার দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘পদ্ধতি অনুসরন করার মাধ্যমে খুলনায় একটি সরকারি শিশু হাসপাতাল করা হবে’।
অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিথ ছিলেন, মিজানুর রহমান মিজান এমপি, তালুকদার অাব্দুল খালেক এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক অাহমেদ, জেলা প্রশাসক নাজমুল অাহসানসহ অতিথিবৃন্দ।