
সময়ের কণ্ঠস্বর- দুই সংবাদকর্মীকে পেটানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, অপরাধের মাত্রা বিবেচনা করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে জনসাধারণের মাঝে শুভেচ্ছাকার্ড বিতরণের সময় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান বলেন, এ ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।
গত বৃহস্পতিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন এটিএন নিউজের প্রতিবেদক কাজী ইহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলীম।
দুই সংবাদকর্মীকে পেটানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে পুলিশ। তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন ডিএমপি কমিশনারের কাছে জমা পড়েছে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হাসান সরদার এই তথ্য জানিয়েছেন।