
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা-দেবী সরস্বতী পূজা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়ের।
বুধবার দুপুরে কাউন্সিলরদের নিয়ে তিনি প্রথমে পৌর শহরের হিন্দুপাড়া পুজা মন্ডপ পরির্দশন করেন। এসময় সনাতন ধর্মাবলম্বী লোকজনের খোজ খবর নেন তিনি। পূজা অর্চনার জন্য তিনি বিভিন্ন পুজা মন্ডপে অর্থিক অনুদান প্রদান করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, কাউন্সিলর আনিছুর রহমান, আলী হাসান, বেলায়েত হোসেন আদর, জালাল উদ্দিন, অনিতা রানী প্রমুখ।