
আন্তর্জাতিক ডেস্কঃ
চীনা শিক্ষকদের ভিসা দেয়া বা ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। কোরিয় উপদ্বীপে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যখন সিউল এবং বেইজিং’এর মধ্যে প্রচণ্ড টানাপড়েন চলছে এ পদক্ষেপ নিল দক্ষিণ কোরিয়া।
কনফুরিয়াস ইন্সটিটিউটের কর্মরত চীনা শিক্ষকদের ভিসা দেয়া ২০১৬ সালে ডিসেম্বর থেকে বন্ধ রাখা হয়েছে। এ ভিসা ই-২ নামে পরিচিত। চীনা ভাষা এবং সংস্কৃতি শিক্ষার সঙ্গে জড়িত ২২ কেন্দ্র রয়েছে দক্ষিণ কোরিয়ায়। স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এর কোনো কোনোটি শিক্ষা কার্যক্রম চালিয়ে থাকে।
ধারণা করা হচ্ছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনকে কেন্দ্র করে চীনের সঙ্গে চলমান বিরোধকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া এ ভিসা দেয়া বন্ধ করেছে।
অবশ্য দক্ষিণ কোরিয়ার বিচার বিভাগ এমন জল্পনা-কল্পনা নাকচ করে দিয়ে বলেছে, ই-২ দেয়ার সঙ্গে জড়িত শর্ত পালন না করায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।