
মুনিরুজ্জামান মুনির, নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নাটোর-বগুড়া সড়কের ইউসুবপুর নামক এলাকায় পাথর বোঝাই ট্রাক ও কয়লা বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছে তিন জন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। পাথর বোঝায় ট্রাকের চালক ঘটনা স্থলেই নিহত হয়। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। বগুড়া ফায়ার সার্ভিসের মেডিকেল ও অপারেশন টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, নাটোর-বগুড়া মহাসড়কের ইউসুবপুর নামক এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাটোরগামী পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন। আহত সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।