
মো. হৃদয় খান, স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাতের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে মাধবদী থানার চৌদ্দপাইকা গ্রামে এ ঘটনা ঘটেছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে, বুধবার রাত দেড়টার দিকে মাধবদী থানার আলগী গ্রামের একটি বাড়িতে হানা দেয় ১৪/১৫ জনের একদল ডাকাত। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে ডাকাত দলটি রাত সাড়ে ৩টার দিকে চৌদ্দপাইকা গ্রামের অপর এক বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল লুট করে পালানোর চেষ্টা করে।
এসময় মসজিদের মাইকে ডাকাত হানা দেওয়ার ঘটনা প্রচার করলে গ্রামবাসী জড়ো হয়ে এক ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে আটককৃত ডাকাতকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এখনও পর্যন্ত নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে মাধবদী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।