
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘঠেছে। গত বুধবার রাত ১১ টার দিকে ইনাতগঞ্জ মধ্য বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভয়াবহ অগ্নিকান্ডে রড, সিমেন্ট, গার্মেস, চালের দোকানসহ কমপক্ষে ৮টি দোকান সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একদল কর্মী প্রাণপন চেষ্টা করে ইনাগঞ্জ পুলিশ ফাড়িঁর সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। পরে হবিগঞ্জ থেকেও দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে সহযোগিতা করে।
স্থানীয় লোকজন জানান, বুধবার রাত প্রায় ১১ টার দিকে ইনাতঞ্জ মধ্যবাজারের রোমানা গার্মেন্স থেকে হঠাৎ ধাউ ধাউ করে আগুন লাগতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লিলিহান শিকা চর্তুর দিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়ে পড়ে। এছাড়া আশপাশের দোকান ও বাসা বাড়িতে আগুন আতংকে ছুটাছুটি করতে গিয়ে কয়েক’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জের সার্কেল এ এস পি রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালামসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।