
স্পোর্টস আপডেট ডেস্কঃ
মেসি-সুয়ারেজের গোলে কোপা দেল রের শেষ চারের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। আর প্রতিপক্ষের মাঠে এ জয়ে আসরের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল লুইস এনরিকের শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই গোল করে বার্সাকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। মাসচেরানোর বাড়ানো বল মাঝমাঠে পেয়ে ক্ষিপ্রগতিতে দৌড়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের স্ট্রাইকার। ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় নেইমার। তবে সুয়ারেজের ফিরতি পাসে বল নেইমারের পায়ে লেগে বাইরে চলে যায়।
ম্যাচের ৩৩ মিনিটে রাকিটিকের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে গোল করেন মেসি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা বার্সা।
৫৯ মিনিটে গ্রিজমানের গোলে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে দিয়েগো গডিনের হেড করে বল ফিরতি হেডে জালে জড়ান ফরাসি তারকা।
ম্যাচের ৭৬ মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারে লাগে। পরের মিনিটেই আর্জেন্টাইন তারকার বাড়ানো পাস ফাঁকায় পেয়েও ক্রসবারের উপর দিয়ে উঁচিয়ে মারেন নেইমার। বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর কোন দল গোলের দেখা পায়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।