
কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৭নং ওয়ার্ডের বকুলতলা এলাকা থেকে পারভেজ বিশ্বাস ওরফে ফয়সাল নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাউফল থানার এস আই সাইদ আহম্মেদ ও এস আই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ১২৫ পিচ ইয়াবাসহ ওই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। ফয়সাল ওই ওয়ার্ডের হোসেন বিশ্বাসের ছেলে।
ওসি আজম খান ফারুকী সময়ের কণ্ঠস্বরকে জানান, পারভেজ বিশ্বাস ওরফে ফয়সালকে মাদক নিয়ন্ত্রন আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।