
আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রোজিনা খানম (২৮) নামে তিন মাসের গর্ভবতী এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বগারপাড় গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
শ্বশুড় বাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ নিহত পরিবারের। এ নিয়ে ১৫ দিনে টানা ৮টি হত্যাকান্ড সংঘটিত হলো সরিষাবাড়ীতে।
গরিষাবাড়ী থানা সূত্র জানায়, হত্যাকান্ডের পুলিশ অভিযুক্ত শাশুড়ীকে আটক করেছে। দেবর ও ননদ পালিয়েছে।
নিহতের পারিবারিক সুত্র জানায়, বগারপাড় গ্রামের শাহ আলম সরকারের সাথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রায়ের মাকুল্লা গ্রামের মৃত আব্দুর রহিম খানের মেয়ে রোজিনা খানমের প্রায় ছয় বছর আগে বিয়ে হয়। স্বামী শাহ আলম রেলওয়ের অ্যাটেন্ডেন্ট পদে চাকুরি নেন। ঘটনার দিন সকালে এলাকাবাসী রোজিনার ঘরের ধর্ণার সাথে তার গলায় ওড়না পেঁচানো লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান সময়ের কণ্ঠস্বরকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।