
সময়ের কণ্ঠস্বর- চাঁদপুরের হাইমচরে পদ্মাসেতুর নামে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
এরই ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ ৫ জনকে আসামী করে বুধবার রাত ১১টার দিকে কাদির গাজী নামের এক অভিভাবক বাদী হয়ে হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীকে বরখাস্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখার একাধিক পদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
একজন কর্মকর্তা বলেন, উপজেলা চেয়ারম্যান যে কাজ করেছে, তাতে তাকে বরখাস্ত না করার কোনো উপায় নেই। মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মাত্র অফিসে এসেছেন, এই আদেশ হতে হতে কিছুটা বিলম্ব হতে পারে।
অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, এই আদেশ হতে হতে রোববার হয়ে যেতে পারে।
কর্মকর্তারা জানান, ওই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত চলছে। এই অবস্থায় তাকে দায়িত্ব পালন করতে দিতে চায় না মন্ত্রণালয়। তিনি আপাতত বরখাস্ত হচ্ছেন, তদন্ত কমিটির প্রতিবেদন আসার পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলকিবাজার এলাকায় বিক্ষুব্ধ অভিভাবকরা প্রতিবাদ মিছিল বের করলে উপজেলা চেয়ারম্যান নূর হোসেনের লোকজন বাধা দেয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
উলেখ্য, গত ৩০ জানুয়ারি নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দশম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর (প্রতীকী পদ্মাসেতু) ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যান নেতা নুর হোসেন পাটওয়ারী হেঁটে যান। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত হলে আলোচনার ঝড় ওঠে।
সারাদেশে নিন্দার ঝড় ওঠলে বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নির্দেশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সারোয়ার জাহানকে এ ঘটনার তদন্ত ভার দেয়া হয়েছে। বুধবার গঠন করা ওই কমিটি আজ বৃহস্পতিবার থেকে কাজ করবে বলেও জানানো হয়েছে। তাকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।