
আন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় শীর্ষ স্থানীয় তালেবান এক নেতার ভাতিজা এবং জামাইসহ ছয় তালেবান নিহত হয়েছে। পাকিস্তান-আফগান সীমান্তবর্তী খোস্ত এলাকায় আজ (বৃহস্পতিবার) এ হামলা চালানো হয়।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এই প্রথম আফগানিস্তানে ড্রোন হামলা হলো। স্থানীয় পুলিশের মুখপাত্র বলেছেন, নিহত ছয়জনের মধ্যে দলছুট তালেবান নেতা মোল্লা মোহাম্মদ রাসুলের ভাতিজা এবং জামাই রয়েছেন।
একটি গাড়িতে করে মোল্লা আখতার রাসুলসহ পাঁচ তালেবান সদস্য তাদের গোপন আস্তানার দিকে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। হামলায় গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
অবশ্য মোল্লা আখতার রাসুল নিহত হওয়ার কথা স্বতন্ত্র ভাবে যাচাই করা সম্ভব হয় নি।