
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী নাসির উদ্দিন নুরু সহ দুই জনকে আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পোড়াবাড়ি এলাকায় একটি জুয়ার আসর থেকে আটক করেছে টাঙ্গাইল থানা পুলিশ।
আসামী নুরু গত দেড়মাস ধরে উচ্চ আদালতের রায়ে জামিনে রয়েছেন। অন্য আসামী হচ্ছে পোড়াবাড়ি এলাকার জহুরুল।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া সময়ের কন্ঠস্বর’কে জানান, আজ বৃহস্পতিবার বিকেলে পোড়াবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়।
এ সময় টাকা দিয়ে তাস খেলার অপরাধে নাসির উদ্দিন নুরুকে আটক করলে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী।