
মোশারফ হোসাইন তযু, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি- শ্রীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে ক্যাম্প স্থাপন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রত্যেক পরীক্ষায় এসব ক্যাম্প খোলা থাকবে।
অাজ বৃহস্পতিবার প্রথম পরীক্ষায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্থাপিত ক্যাম্প পরিদর্শন করেন।
শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মাওনা উচ্চ বিদ্যালয়, ভাংনাহাটি কামিল মাদরাসা, কাওরাইদ উচ্চ বিদ্যালয় ও রাজাবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে এ ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে।
জানা গেছে, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের যৌন হয়রানি প্রতিরোধ, যাতায়াত সুবিধাসহ বিভিন্ন সুবিধা প্রদানের জন্য পরীক্ষা কেন্দ্রের সামনে এ ক্যাম্পগুলো পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু বলেন, শ্রীপুরের ছাত্রলীগ ছাত্রদের কল্যাণের জন্য সর্বদা দায়িত্বের সাথে কাজ করছে এবং করবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য এ কর্মসূচী দেয়া হয়েছে।