
গাজীপুর প্রতিনিধি, সময়ের কণ্ঠস্বর: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর পরনে সাদা-বেগুনী রংয়ের সালোয়ার-কামিজ এবং নীল রংয়ের ফুলশার্ট পড়া ।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির (এএসআই) দাদন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন ।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী রেলরুটের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি এলাকা থেকে রেল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় , শুক্রবার সকালে বলিয়াদি এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ওই নারীর ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।