
বরগুনা প্রতিনিধি, সময়ের কণ্ঠস্বর. বরগুনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত নাজমুল পাতাকাটা ইউনিয়নের আয়লা পাতাকাটা গাবতলী গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।
শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাঁচ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এতে আরও আহত হয়েছে রাসেল ও ইমরান নামে দুজন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।