
কক্সবাজার প্রতিনিধি– জেলার চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। হতাহতদের সকলেই মাইক্রোবাসের যাত্রী।
শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ষ্টেশন পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম জানান, সকালে চকরিয়া ইনানী রিসোর্ট এলাকায় চট্টগ্রামগামী মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকের আসনের পাশে বসা পুলিশ সদস্য এনামুল হক নিহত হন এবং আহত ৩ জন।
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী ২ টিও জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।