
সময়ের কণ্ঠস্বর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিক্ষার্থীরা মানবসেতু তৈরি করেছে। প্রবীণ ব্যক্তি হেঁটে যাচ্ছে। গণমাধ্যম এটাকে সমাজের অবক্ষয় বলছে। এটা উপস্থাপন করেছে। একই সঙ্গে সমাজের ভালো দিকগুলোও মিডিয়ার তুলে ধরা উচিত।
তিনি বলেন, ভালোবাসার শিক্ষা প্রাথমিক থেকেই দিতে হবে। তাহলে সমাজে অন্যায়-অত্যাচার কমে আসবে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা ইউনিভার্সিটি সোশিওলজি অ্যালামনাইয়ের ‘প্রাণের মেলা ২০১৭’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, সোসিওলজি অ্যালামনাইয়ের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক। অ্যালামনাইদের এই ধরনের প্রোগ্রামে প্রাক্তনদের মিলিত হওয়ার সুযোগ করে দেয়। আর এসব ছোট ছোট সংগঠন একটি ভালো উদ্যোগ। আমি এর সফলতা কামনা করি। এসব কাজ সমাজের উন্নতির লক্ষণ।