
মোঃ রুবেল ইসলাম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শাহাজাদপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে সাংবাদিকরা মানববন্ধন করেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করে মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষ।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে সুপার মার্কেটের গোল চত্ত্বরে ‘অঙ্কুরিত যুদ্ধ’ মুক্তিযুদ্ধ ভাষ্কর্যের সামনে সাংবাদিক ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মুন্সীগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এই মানববন্ধনে অংশ গ্রহন কারীরা হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে মুন্সীগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জের শাহাজাদপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার চিকিৎসা রত অবস্থায় মারাযান শিমুল। এরপরেই সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে দেশের সাংবাদিক সমাজ। দেশের গন্যমান্য ব্যাক্তিরাও এর তীব্র নিন্দা জানিয়েছেন। শাহাজাদপুরের মেয়রের বিরুদ্ধে করা হয়েছে মামলা।