
আন্তর্জাতিক ডেস্কঃ
ইয়েমেনের উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস কোল’কে মোতায়েন করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার উত্তেজনা যখন তুঙ্গে তখন ইয়েমেন উপকূলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হলো। আমেরিকার দুই কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
ইয়েমেনের বাবুল মান্দাব প্রণালীর কাছে জাহাজটিকে মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জাহাজকে এস্কর্ট দেয়াসহ ওই এলাকায় মার্কিন জাহাজটি টহল অভিযান পারিচালনা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন দুই কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
তারা বলছেন, বাবুল মান্দাব প্রণালী যাতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে না পড়ে সে কারণে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। আমেরিকা বলছে, আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইরানের যোগাযোগ রয়েছে। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সব ধরনের অপশন খোলা রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিনের মাথায় ইয়েমেন উপকূলে এ জাহাজ মোতায়েন করা হলো।