
জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ১১ মার্চ ঢাকা মহাসমাবেশকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাসদ ও অঙ্গ সংগঠনগুলির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে সাধারণ পাঠাগার মিলনায়তনে জেলা ব্যাপী সংগঠনের নেতা, কর্মী, সংগঠকরা এই সভায় যোগ দেন। জেলা জাসদের সভাপতি আবু বক্করের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় মহাসমাবেশকে সফল করতে প্রস্তুতি করণীয় এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সদস্য মনিরুজ্জামান মনির, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপদেষ্টা মেহের আলী, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, জেলা নারী জোট আহব্বায়ক তৌহিদা খাতুন, জেলা শ্রমিক জোট সাধারণ সম্পাদক সাজেমান আলী, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক রামিম হোসেন প্রমূখ।