
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃ নগর ট্রেনের বিরতির দাবিতে আবারও মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতার এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালিত হয়।
অবরোধ চলাকালীন দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃ নগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছলে শত শত জনতা রেললাইন অবরোধ করায় চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ১০ মিনিট পর্যন্ত অপেক্ষার পর ট্রেনটি আবার ছেড়ে যায়। আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃ নগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন অবরোধ কর্মসূচীর নেতৃত্বদানকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম।
এদিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫টি আন্তঃ নগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া ঢাকাগামী অন্য কোন ট্রেনের বিরতি এখানে নেই। ফলে ঢাকাগামী যাত্রীদের যারপর নেই দুর্ভোগের শিকার হতে হয়। এছাড়া রাজধানী ঢাকার সাথে আত্রাইয়ের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে একমাত্র রেলপথ ছাড়া বিকল্প কোন পথও নেই। তাই এ স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃ নগর ট্রেনের বিরতি এলাকবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
আত্রাই স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল মতিন মামুন বলেন, আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃ নগর ট্রেনের স্টপেজ দিতে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। এ দাবি বাস্তবায়িত হলে একদিকে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। অপরদিকে রেলের বিপুল পরিমান রাজস্ব আয় বৃদ্ধি পাবে।