
কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা মামলার আসামীদের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দিন একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নয়ন মাঝি ওই ছাত্রীকে ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নয়ন মাঝি, তার বাবা সমির মাঝি ও বড় ভাই সুদেব মাঝিসহ ৫ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা করেন।
অভিযুক্ত নয়ন মাঝির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি অসম প্রেমের ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে ফাঁসানোর জন্যই মিথ্যা মামলা করা হয়েছে।