
সময়ের কণ্ঠস্বর- রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। রোববার ভোর ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর খবরে ভোরে হাসপাতালে ছুটে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘মর্মাহত, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয়, পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি ছিলেন নাম্বার ওয়ান। তাকে আমরা হারালাম।’
ওবায়দুল কাদের বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের রাজনৈতিক ইতিহাসে এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব। তার মৃত্যুতে রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হল, যেটা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাকে শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছি।’