
মুনিরুজ্জামান মুনির, নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শরিফুন্নেছার সাথে নন্দীগ্রাম প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাংবাদিকরা মতবিনিময় করেছেন।
আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি (দৈনিক উত্তরকোণ) উপজেলা প্রতিনিধি দারুস সালাম রাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক (দৈনিক ইত্তেফাক ও দৈনিক প্রভাতের আলো) উপজেলা প্রতিনিধি মুনিরুজ্জামান মুনির, সাহিত্য সম্পাদক (দৈনিক নবচেতনা ও দৈনিক কালের খবর) উপজেলা প্রতিনিধি একাব্বর হোসেন সরকার পুটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক (দৈনিক দুরন্ত সংবাদ ও দৈনিক সময়বার্তা) উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বেনজির, ক্রীড়া সম্পাদক (দৈনিক খোলা কাগজ ও দৈনিক শিক্ষা) উপজেলা প্রতিনিধি অদ্বৈত কুমার আকাশ, পাঠাগার সম্পাদক (দৈনিক সকলের খবর) উপজেলা প্রতিনিধি জিল্লূর রহামান রয়েল, নির্বাহী সদস্য (দৈনিক সংবাদ প্রতিদিন) উপজেলা প্রতিনিধি তাছলিমা হক, সদস্য (দৈনিক মুক্তবার্তা) উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, সদস্য সাংবাদিক জাকারিয়া লিটন, সাংবাদিক আমিনুল ইসলাম শাহীন, সাংবাদিক রাজু আহম্মেদ, সাংবাদিক সাব্বির হোসেন খান, সাংবাদিক সেলিম রেজা প্রমূখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নন্দীগ্রামের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শরিফুন্নেসা সবার কথা ধৈর্য্য ও গুরুত্বের সাথে শুনেন এবং মানুষের কল্যাণে যে কোন সমস্যার সমাধান করতে সচেষ্ট হবেন বলে জানান।