
মাগুরা প্রতিনিধি – নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সার্জেন্ট এনামুল কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মাগুরা শহরের ভায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
৭ খুনের ঘটনার পর থেকে এনামুল কবির পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শালিখা থানায় আসার পর থেকে গ্রেফতারে সোর্স নিয়োগ করা হয়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বেলা ১১টার দিকে শহরের ভায়নামোড় এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেফতার করা হয়।মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাকে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বিষয়টি নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আদালত ও পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।