
ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারি দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সুন্দরগঞ্জ) মইনুল হাসান ইউসুব তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের কোর্ট জিআরও শাহ আলম বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার ১০ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। বিচারক দীর্ঘ শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন লিটন। পরে গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।