
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালন কালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে কালো ব্যাজ ধারন, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে কালোব্যাজ ধারন, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাব কর্তৃক আয়োজিত এ সকল কর্মসুচীতে গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সকল সদস্য ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ অংশ নেন। এছাড়াও জেলার সকল শ্রেনী পেশার সাধারণ মানুষ এ সমাবেশে একাত্বতা ঘোষণা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদ আহম্মেদ মিয়া, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ভোরের রানার পত্রিকার জেলা প্রতিনিধি পারভেজ লিপু, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক একুশের বানী পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আহম্মেদ, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের মহাসচিব ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক যুগের সাথী পত্রিকার নির্বাহী সম্পাদক এম শিমুল খান, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের যুগ্ম মহাসচিব ও সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন শরীফ, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের যুগ্ম মহাসচিব দৈনিক ঢাকা প্রতিদিন ও সাপ্তাহিক আলোড়ন পত্রিকার জেলা প্রতিনিধি কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান সময় পত্রিকার জেলা প্রতিনিধি এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নারী কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বি এম সুজন আহম্মেদ মুরাদ, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নতুন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এম আরমান খান জয়, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক লাল সবুজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইনছান শেখ, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও লিড নিউজ ২৪ ডটকম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাহাদত হোসেন প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক মাতৃমুক্তি পত্রিকার প্রতিনিধি হারুন-অর-রশীদ, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক প্রর্বতন পত্রিকার প্রতিনিধি মোঃ মোমরেজ শেখ, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি এমামুল হক বিশ্বাস, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক তথ্য পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক অর্নিবান পত্রিকার প্রতিনিধি গোপাল সরকার, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ফকির মিরাজ আলী শেখ, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।