
স্পোর্টস আপডেট ডেস্ক – গতবারের আইপিএলের জমজমাট আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান। মূলত বাংলাদেশের এই বোলারের ডানায় ভর করেই শিরোপা ঘরে তোলে দলটি। সেই থেকে মোস্তাফিজ যতটা বাংলাদেশের, প্রায় ততটাই হয়দরাবাদের মানুষের প্রিয় হয়ে গেছেন। এই শহরের মানুষও মোস্তাফিজকে নিজেদের ভাবেন।
তাই বাংলাদেশ দলকে কাছে পেয়ে সবার প্রথম প্রশ্ন —মোস্তাফিজ কোথায়? কেন ও আসেনি?
বাংলাদেশ দল ভারত সফর করছে, কিন্তু এই দলে মোস্তাফিজের না থাকার বিষয়টি চোখে পড়েছে অনেকেরই। বাংলাদেশ দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা হলেই তাই মোস্তাফিজকে খোজেন সবাই।
রাজীব গান্ধী স্টেডিয়ামের কিউরেটর তাদেরই একজন। তিনি বলেন, এটা তো মোস্তাফিজের হোমগ্রাউন্ড। ও কোথায়? বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্যকে কাছে পেয়ে বিষয়টি জানতে চান তিনি।
চোট থেকে সেরে না ওঠায় মোস্তাফিজ ভারতে যাননি শুনে হতাশ এই কিউরেটরের প্রতিক্রিয়াও নাকি ছিল আর সবার মতোই, সামনে তো আইপিএল। ও হায়দরাবাদের হয়ে খেলতে পারবে তো?