
অনীল চন্দ্র রায়,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় মাদক ৫ বোতল এসক্যাপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ছিলাখানা মোড় থেকে অটোরিকশা তল্লাশী করে তাদের জ্যাকেটের পটেক থেকে পাওয়া যায়।
আটক দুই মাদক ব্যবসাঢ হলেন,নাগেশ্বরী উপজেলার গাগলা বাজারের সরদার পাড়া গ্রামের নুরজামালের ছেলে দুলাল হোসেন (৩৩) এবং একই গ্রামের ধনী গাগলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রানা সিদ্দিক (৩১) ।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম রেজাউল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।