
নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি– সাম্প্রতিক সময়ে দেশব্যাপী গনমাধ্যম কর্মীদের উপর হামলা, নির্যাতন ও হয়রানী বন্ধের দাবীতে এবং পৌর মেয়রের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জ সাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহতের প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়ায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নড়িয়া উপজেলা প্রেসক্লাব।
রোববার দুপুর ১ টার দিকে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডি এম বরকত আলী মুরাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নড়িয়া বার্তা ডটকমের প্রধান সম্পাদক শাখাওয়াৎ ইবনে হাবিব প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আব্দুল হাকিম শিমুল হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃত্যু হয়।