
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে গিয়াস (৩৫) নামে এক কারারক্ষীকে মাদক সহ অাটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে সদরের ধানুকার কলনী বালুরমাঠ এলাকা থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ অাটক করা হয়। অাটক গিয়াস শরীয়তপুর জেলা কারাগারে কারারক্ষী।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি সুব্রত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন জানান, শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামে অভিযান চালিয়ে বালুরমাঠ এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অাটক করে ডিবি পুলিশের একটি দল। পরে তাকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাছে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এর অাগেও গিয়াস উদ্দিন কারাগারে ডিউটিতে প্রবেশের সময় ইয়াবা ও গাঁজাসহ আটক করে কারা কর্তৃপক্ষ। পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।