
আব্দুল করিম সরকার, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী কোচতিস্তা পরিবহনের চাপায় স্বামী স্ত্রী মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক আহত ও এনজিও কর্মী নিহত হয়েছ।
ঘটনাটি আজ সোমবার সকাল সোয়া ৮ টায় বাসষ্ট্যান্ডে এঘটনা ঘটে। বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ি কোচটি আটক করেছে। এব্যাপারে মামলা হয়েছে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল হাফিজ জানান, সোমবার সকালে বর্ণিত স্থানে ঢাকা থেকে রংপুর গামী ঢাকা মেট্রো ব ১৪৭৫৯ নম্বরের তিস্তা পরিবহন সম্মুখের বাঁশ বোঝাই ট্রাককে পাশ কাটাতে গিয়ে উল্টো দিকে ঢুকে গিয়ে দুইজন মোটরসাইকেল আরোহিকে চাপা দেয়। এ সময় উপজেলার রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ীর আছির উদ্দিনের পুত্র ও রায়পুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবার রহমান গুরুত্বর আহত এবং স্ত্রী নারগীছ (৩৫) ঘটনাস্থলে নিহত হন। আশংকাজনক অবস্থায় ওই স্কুল শিক্ষককে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্র জানায়, মাহাবুবার রহমান প্রতিনিয়ত সকালে মোটরসাইকেল যোগে এনজিও কর্র্মী স্ত্রীকে জীবিত বাংলাদেশ মাদারগঞ্জ শাখায় রেখে দিয়ে নিজ কর্মস্থলে ফিরতো। বিকেলে স্ত্রীকে বাড়ি ফিরে নিয়ে আসত। আজও স্ত্রীকে বর্নিত স্থানে পৌছে দিতে যাবার পথে পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে। বিক্ষুদ্ধ জনতা কোচটি আটক করে।