
সময়ের কণ্ঠস্বর:
বয়স মাত্র ৪ মাস। জন্মগতভাবেই ব্লাড টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে ফুটফুটে এই শিশুটি। নরসিংদী পলাশ উপজেলার নতুন বাজার এলাকার দিন মজুর মিথুন মিয়ার ৪ মাসের শিশু হাফছা।
সরেজমিনে গেলে স্বজনেরা জানায়, জন্মের সময় শিশুটের পিঠে এ টিউমার ছোট আকৃতির ছিলো। অন্য কিছু ভেবে গুরুত্ব না দেয়ায় আস্তে আস্তে টিউমার বড় হতে থাকে। বিভিন্ন স্থানীয় ডাক্তার, কবিরাজ দেখিয়ে কাজ না হলে ঢাকা মেডিকেলের স্বরনাপন্ন হলে পরিবারের লোকজন জানতে পারে শিশুটি ব্লাড টিউমারে আক্রান্ত। পিঠে মেরুদন্ডের সাথে হওয়ায় দ্রুত অপারেশন করাতে হবে। ডাক্তারের পরামর্শ মতে তার চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার প্রয়োজন।
এ পর্যন্ত প্রবাসী বাংলাদেশী এবং স্থানীয়দের সহযোগীতায় ২ লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। যারা সহযোগীতা করেছে প্রবাসী ফকরুল ভাই ও স্থানীয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারটি।
অপারেশনোর জন্য আরো ৩ লক্ষ টাকার প্রয়োজন। যা শিশুটির পরিবারের পক্ষে সংগ্রহ করা অসম্ভব। সচ্ছল মানুষের কাছে সহযোগীতা কামনা করছে এই অসহায় পরিবারটি।
পরিবারকে সহযোগীতা অথবা এ সংবাদ সম্পর্কে যে কোন তথ্য জানতে যোগাযোগ করতে পারেন- +8801944130500।