
খুলনা প্রতিনিধি- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার রেশ না কাটতেই খুলনার পাইকগাছায় এবার আরেক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছেন ছাত্রলীগের নেতারা।
সোমবার দুপুরে পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আ. রাজ্জাক রাজের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের সাংবাদিক শিমুল। এরপর ঢাকায় নেয়ার পথে যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সকালে পাইকগাছা উপজেলা সদরে মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবাদ সমাবেশের আহ্বান করে। ওই সমাবেশ শেষে স্ত্রীক নিয়ে বাড়ি ফিরছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি আব্দুর রাজ্জাক।
বেলা ২টার দিকে উপজেলার রামনগর মানিকতলা বাজার সংলগ্ন এলাকায় আসলে কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মধু হালদারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের চিকিৎসক শাকিল মেহেদী রেজা জানান, আব্দুর রাজ্জাকের অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম আজিজুর রহমান জানান, সাংবাদিক রাজ্জাকের ওপর হামলার ঘটনা দুঃখজনক। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।