
সিরাজগঞ্জ প্রতিনিধি – সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করার মামলায় পৌরমেয়র ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর গাড়িচালক শাহীন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে জেলার বেলকুচি উপজেলার বেলকুচি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গাড়িচালক শাহীন আলম বেলকুচি উপজেলার নলুয়া দক্ষিণপাড়ার মোক্তার হোসেনের ছেলে।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শাহীন আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ নিয়ে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।