
কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ায় আবু বকর নামের এক যুবককে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সাজাদ হোসেন, মাজেদ, সুকচাঁদ, মনসের, কালাই। এরা সবাই সদর থানার কাঞ্চনখালী এলাকার বাসিন্দা। শুনানির সময় দণ্ডপ্রাপ্ত ছয়জনের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন ও একজন পলাতক রয়েছেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ১১ জুন কুষ্টিয়ার সদর উপজেলায় ভ্যানচালক আবু বক্করকে গলা ও পেট কেটে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামিদের মধ্যে জামিজুল মারা যান।