
প্রযুক্তি ডেস্কঃ
চীনের তৈরি প্রথম বৃহৎ যাত্রীবাহী বিমান চলতি বছরের প্রথমার্ধে আকাশে উড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। চীনা দৈনিক পিপলস ডেইলি এ খবর দিয়েছে।
বিশ্ব বিমান বাজারে চীনের প্রতিযোগিতায় নামার উচ্চাভিলাষী পরিকল্পার অংশ হিসেবে এ বিমান নির্মাণ করা হয়েছে। ভূমিতে থাকা অবস্থায় সব যন্ত্রপাতিসহ বিমান ব্যবস্থার পরীক্ষা এরই মধ্যে সফল ভাবে সম্পন্ন হয়েছে।
২০১৪ সালের পর থেকে এ বিমানের প্রথমবার আকাশে ওড়ার পরিকল্পনা দু’দফা বাতিল করতে হয়েছে। উৎপাদন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ পরিকল্পনা বাতিল করা হয়েছিল।
দুই ইঞ্জিনের সি৯১৯ বিমানটি গত নভেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সাংহাইতে প্রথম প্রদর্শন করা হয়। ১৫৮ যাত্রী নিয়ে বিমানটি ৪০৭৫ কিলোমিটার পাড়ি দিতে পারবে। এ বিমানের দীর্ঘপাল্লার সংস্করণ পাড়ি দিতে পারবে ৫৫৫৫ কিলোমিটার ।
স্বল্প পরিসর বোয়িং-৭৩৭ এবং এয়ারবাস এ৩২০ বিমানের সঙ্গে প্রতিযোগিতাকে সামনে রেখে এ বিমান তৈরি করা হয়েছে। চীনের ইস্টার্ন এয়ারলাইন্স হয়েছে এ বিমানের প্রথম ক্রেতা ।
২৩টি ক্রেতার কাছ থেকে এ পর্যন্ত ৫৭০টি সি৯১৯ বিমান কেনার আদেশ পাওয়া গেছে বলে চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে।