
আলমগীর হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পেশাগত দায়িত্বপালন কালে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১ টা থেকে পৌণে ১২ টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় স্থানীয় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরিফ হোসেন খোকন (ইত্তেফাক), সাবেক সাধারন সম্পাদক এম তুষারী (সমকাল), সাধারন সম্পাদক আব্দুল আলীম অভি (আমার দেশ), যুগ্ম-সম্পাদক মাহাবুব হাসান মেহেদী (কালের কন্ঠ), মো. ইউনুস আলী (দিনকাল), জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রুবেল পারভেজ, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র কেন্দ্রীয় পরিচালক মো. শহিদুল ইসলাম আকাশ, কালিয়াকৈর উপজেলা শাখা’র সভাপতি সালমা বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা এসময় বলেন, শাহজাদপুরে পেশাগত দায়িত্বপালন কালে মেয়র মিরুর গুলিতে নিহত হন শিমুল। দেশব্যাপি সাংবাদিকরা আজ পেশাগত দায়িত্বপালনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। নিহত সাংবাদিক শিমুল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আরো জানানো হয় সাংবাদিকদের কলম কারো ভয়ে থেমে থাকবে না, সত্য উৎঘাটনে কলম চলবেই।
মানব বন্ধনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. শাহজাহান মিয়া ( এসএ টিভি), অপূর্ব রায় (একুশে টিভি), আমিনুল ইসলাম (গণমুখ), আব্দুল মান্নান (ইনকিলাব), আজিজুর রহমান আজিজ (মাইটিভি), তুহিন আহামেদ (করতোয়া), মো. আলহাজ হোসেন (মোহনা টিভি), সাগর আহাম্মেদ (আলোকিত বাংলাদেশ), আলমগীর হোসেন (সংবাদ), বিপ্লব হোসেন (বিজয় টিভি), তুহিন মোল্লা (আজকের প্রভাত) খোরশেদ আলম (প্রতিদিনের সংবাদ), জিল্লুর রহমান (মুক্ত বলাকা), মনির হোসেন (ভোরের দর্পণ), সোহেল (দেশকাল) সহ কালিয়াকৈরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।