
মাদারীপুর প্রতিনিধি– মাদারীপুরে এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে সুমন হালদার নামের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজে কেন্দ্রে একই উপজেলার এসি নর্থ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সুমন হালদার নামের এক ছাত্র মঙ্গলবার ইংরেজী ১ম পত্র পরীক্ষা দিতে যায়। এসময় পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা ঐ ছাত্রকে বহিস্কার করে।
পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষক মো. বোরহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।