
স্পোর্টস আপডেট ডেস্ক- সম্প্রতি নিয়মিত দলে থাকতে পারছেন না তাইজুল ইসলাম। সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরের দলে থাকলেও তাদের বিপক্ষে টেস্ট অথবা ওয়ানডে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি এ স্পিনার। স
ময়টা খুব ভালো না গেলেও জন্মদিনে একটা খুশির সংবাদ পেয়েছেন তিনি। পেয়েছেন ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা-আইসিসির শুভেচ্ছা।
বাঁহাতি এই স্পিনার ১৯৯২ সালের ০৭ ফেব্রুয়ারি নাটোরে জন্ম নিয়েছিলেন। অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিয়ে তাইজুল জানান দিয়েছিলেন নিজের আগমন বার্তা। অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর কিংসটনে তাইজুল ৫ উইকেট তুলে নেন। পরের ম্যাচে আরও তিনটি উইকেট দখল করেন তিনি।
একই বছর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে পরের সিরিজে তুলে নিয়েছিলেন ৯ উইকেট। সিরিজের পরের ম্যাচে খুলনায় তুলে নিয়েছিলেন আরও ৬ উইকেট। খুলনায় ২০১৫ সালেও পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলেন ৬ উইকেট। ১১ টেস্ট খেলা তাইজুলের ঝুলিতে আছে ৪৩ উইকেট।
বাংলাদেশি এই তারকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘তিনি এমন ক্রিকেটার, যিনি বাংলাদেশি বোলারদের মধ্যে বেস্ট বোলিং ফিগার ধারণ করছেন। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাত্র ৩৯ রান দিয়ে তিনি আট উইকেট নিয়ে রেকর্ড গড়েন। একই প্রতিপক্ষের বিপক্ষে একই ভেন্যুতে ওয়ানডে অভিষেকে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক গড়েন তিনি। শুভ জন্মদিন তাইজুল ইসলাম।’