
স্পোর্টস আপডেট ডেস্ক – ভারতের ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগের সঙ্গে দেখা করার জন্য পাগলামো করতেন বিরাট কোহলি, পরে সেই ক্রিকেটারের সঙ্গেই জাতীয় দলের জার্সিতে ক্রিজে ব্যাট করতে নামার সৌভাগ্য হয় তার। স্বপ্ন সত্যি হওয়া বোধহয় একেই বলে।
নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এক ফলোয়ারের ছবি রিট্যুইট করেছেন শেবাগ। যে ছবিতে কিশোর বিরাট কোহলির সঙ্গে হাত মেলাতে দেখা যাচ্ছে এক দশকের আগের প্রভাবশালী বীরেন্দ্রর শেবাগকে।
এমনিতে বিরাট কোহলি যখন স্কুল ক্রিকেটে কোনও এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তখন এক ছবিতে তাকে পুরস্কার নিতে দেখা গিয়েছিল আশিস নেহরার থেকে।
কিশোর বিরাটের সঙ্গে তারকা শেবাগের হাত মেলানোর ছবি পোস্ট করেছেন সেই ভক্ত। শেবাগের সঙ্গে সাক্ষাৎ এর মুগ্ধতার রেশ কোহলির চোখে-মুখে স্পষ্ট।
সেই কিশোর কোহলিই ভারতের বিশ্বকাপ জয়ে অন্যতম বড় অবদান রেখেছিলেন আইডল শেবাগের সঙ্গে পার্টনারশিপ গড়েই। ২০১১ সালে বিশ্বকাপের প্রথম ম্যাচেই শেবাগ-কোহলি তৃতীয় উইকেটে ২০৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন। শেবাগ ১৭৫ রান করেছিলেন। কোহলির অবদান ছিল অপরাজিত ১০০।
সেই শেবাগই আপাতত শ্রদ্ধায় নতমস্তক হয়ে কুর্নিশ করেন নিজের কিশোর ভক্ত কোহলিকে। চ্যাম্পিয়নরা এরকমই হন।