
রেজাউল সরকার (আঁধার), গাজীপুর প্রতিনিধি : মহানগরের শিববাড়ি এলাকা থেকে পিস্তল, গুলি ও ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
আটককৃতরা হলো- মহানগরের আউটপাড়া রিয়াজনগর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. আশরাফুল আলম প্রিন্স (৩৭) মজলিশপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মো. মামুন হোসেন (৩২)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা শহরের শিববাড়ি এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ও একটি ব্যক্তিগত গাড়িসহ আশরাফুল আলম প্রিন্সকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তিনুযায়ি আরো ৫০ পিস ইয়াবা ও ৩৭ রাউন্ড বন্দুকের গুলি, পয়েন্ট টু-টু বোর পিস্তল ৫৭ রাউন্ড গুলি এবং গুলি বানানোর ডাইস, অস্ত্রের বাট ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পরে মজলিশপুর এলাকা থেকে তার সহযোগী মামুনকে আটক করা হয়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।