
সময়ের কণ্ঠস্বর- স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সারা রাত অভিযান চালিয়ে উত্তরা এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় মঙ্গলবার সারা রাত অভিযান চালানো হয়। পরে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্রুপের আট সদস্য গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।