
স্পোর্টস আপডেট ডেস্ক– টেস্ট অভিষেকের প্রায় ১৭ বছর পর প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ। সিরিজে একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হবে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট ম্যাচটি।
ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে মাঠে নামছে টাইগাররা।
টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দল হচ্ছে ভারত। আর তালিকার নবম স্থানে রয়েছে বাংলাদেশ। টেস্টে নামার আগে বাংলাদেশের পয়েন্ট ৬২ ও ভারতের ১২০। টেস্টের ফলাফল কি ভূমিকা রাখবে দু দলের রেটিং পয়েন্টে?
বিশ্লেষণে দেখা যায়, টেস্টের জয়-পরাজয় দুদলের র্যাংকিংয়ে কোনো পরিবর্তন আনবে না। তবে রেটিং পয়েন্টে কম-বেশি হবে।
বাংলাদেশ যদি একমাত্র টেস্টটিতে জয়লাভ করে, তবে টাইগারদের পয়েন্ট ৫ পয়েন্ট বেড়ে হবে ৬৭। আর হেরে গেলে ১ পয়েন্ট কমে হবে ৬১।
অন্যদিকে তালিকার শীর্ষে থাকা ভারত যদি জয় পায় তাহলে ১ পয়েন্ট বড়ে তাদের পয়েন্ট হবে ১২১। আর হারলে দাঁড়াবে ২ পয়েন্ট কমে হবে ১১৮।
আর যদি টাইগাররা ড্র করতে পারে তাহলেও কিছুটা পয়েন্টে উন্নতি হবে মুশফিকদের। ড্র হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬৪ ও ভারতের পয়েন্ট হবে ১১৯। bসূত্র: আইসিসি