
সময়ের কণ্ঠস্বর – রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে শপথ গ্রহণের আগেই পরিবর্তনের দাবি জানিয়েছে বিএনপি। আজ বুধবার দলটির একাধিক নেতা এ দাবি জানায়।
বুধবার দুপুরে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তীব্র হওয়ার আগেই তার সরে যাওয়া উচিত।
এদিকে একইদিনে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন কমিশনের ৪ জন কমিশনারের বিষয়ে এখন আমাদের কোনো কথা নেই। তবে সিইসি কে এম নুরুল হুদাকে নিয়ে বিতর্কিত রয়েছে। তাই এখনো সুযোগ আছে, শপথ গ্রহণের আগেই সিইসি পরিবর্তন করুন।